বন্যার্তদের পাশে আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন | APF Blood Donation


Alo Poor Foundation & Blood Donation - প্রিন্ট সংস্করণ - আপডেট - ২৮ আগস্ট, ২০২৪ ১:৫২
বন্যার্তদের পাশে আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন | APF Blood Donation

বাংলাদেশের বর্তমান দূর্যোগে বন্যার্তদের মাঝে জরুরী ত্রাণ উপহার সামগ্রী নিয়ে টিম Alo Poor Foundation & Blood Donation এবং মোহরা ইয়ুথ সোসাইটি পরিবার এর যৌথ সহযোগীতায় মিরসরাই এর কাঁটাছাড়া ইউনিয়ন, ছত্তরভূঁইয়ামহাট, জোরারগঞ্জ পানি বন্দীদের মাঝে শুকনো খাবার এবং জরুরি ঔষধ বিতরণ সম্পন্ন হয়েছে।

উক্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন প্রোগ্রামের জন্য যারা সময় ও শ্রম দিয়েছেন এবং আর্থিক ভাবে সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো.

আপনারা সকলে পাশে ছিলেন বলেই এত অল্প সময়ের মধ্যে APF Blood Donation পরিবারের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন প্রোগ্রামটি করতে পেরেছি. একইসাথে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের কাছেও, আল্লাহতালা আপনাদের মত প্রিয় স্বেচ্ছাসেবী ভাইদের সাথে কাজ করার সুযোগ আমাদের ফাউন্ডেশনের সদস্যদের দেওয়ার জন্য.

শেয়ার করুন :