প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৪, ২:০২ অপরাহ্ণ
২৪-২৫ ইং সালের কার্যনির্বাহী কমিটিকে নিয়ে পুরো বছরের প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করা হয়েছে । APF Blood Donation
আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং সহযোগীতায় ২০২৪-২৫ ইং সালের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে ২০২৪ ইং সালে প্রথম মিটিং সম্পূর্ণ হয়েছে. উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের ১. প্রধান পরিচালকঃ মোঃ রিদুয়ান হোছাইন, ২. সহকারী পরিচালকঃ কাজী জিহাদুল ইসলাম. ৩. সভাপতিঃ মোঃ রবিউল ইসলাম সোহেল. ৪. সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ ইউসুফ. ৫. সাংগঠনিক সম্পাদকঃ মোঃ নাঈম উদ্দীন. ৬. শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকঃ মোঃ মাসুম মিয়া. ৭. কার্যকরী সদস্যঃ মোহাম্মদ রাইহান ইত্যাদি...
উক্ত মিটিংয়ে চলতি বছর ২০২৪ ইং সালের পুরো বছরের জন্য যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলোঃ ১. বছরের মধ্যে ৩-৪ টি ফ্রী ব্লাড ক্যাম্পইন করা. ২. বৃক্ষরোপণ কর্মসূচি করা. ৩. সদস্যদের থেকে মাসিক ফি হিসেবে প্রতিমাসে ২০০ টাকা করে ধার্য করা. ৪. অনলাইন এবং অফলাইনে সদস্যদের আক্টিভিটিস বাড়ানো. ৫. সদস্য সংগ্রহ কর্মসূচী চলমান রাখা. ৬. টি-শার্ট এবং আইডি কার্ড তৈরি করা. ৭. বিভিন্ন সহযোগিতা, শিক্ষা সামগ্রীর বিতরণ, গরিব-অসহায়দের মাঝে খাবার বিতরণ, এতিম বাচ্চাদের মাঝে কোরআন শরিফ বিতরণ সহ বিভিন্ন ধরণের সহযোগিতা মূলক কার্যক্রম চলমান রাখা ইত্যাদি...
Copyright © 2024 | Alo Poor Foundation and Blood Donation | All Rights Reserved | Md Rîdúwåñ Høssåîñ