আলো পোর ফাউন্ডেশন-এর পক্ষ থেকে প্রবাসে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা | APF Blood Donation


Riduwan Hossain - প্রিন্ট সংস্করণ - আপডেট - ২৯ মার্চ, ২০২৫ ১০:২৫
আলো পোর ফাউন্ডেশন-এর পক্ষ থেকে প্রবাসে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা | APF Blood Donation

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন-এর পক্ষ থেকে প্রবাসে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আমাদের দ্বারে এসে হাজির পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দের দিনে আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা।

প্রবাসে থাকা আমাদের রেমিট্যান্স যোদ্ধারা শুধু পরিবারের দায়িত্বই পালন করেন না, বরং দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবেও কাজ করেন। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, দেশের মানুষ এগিয়ে যাচ্ছে, পরিবার-পরিজনের মুখে হাসি ফুটছে। কিন্তু এই ঈদে অনেকেই হয়তো প্রিয়জনদের পাশে থাকতে পারছেন না, তাদের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারছেন না। তবুও আপনাদের আত্মত্যাগই আপনাদের পরিবারের সুখের কারণ, দেশের উন্নয়নের মূল শক্তি। আমরা এই অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

প্রবাসে থেকেও ঈদের আনন্দ হারিয়ে যাবে না! যদিও প্রিয়জনদের ছেড়ে থাকার কষ্ট রয়েছে, তবু ঈদের আনন্দ প্রবাসেও যেন মলিন না হয়। আল্লাহ্‌ আমাদের রোজার সিয়াম সাধনা কবুল করুন, আমাদের জীবনে ঈদুল ফিতরের আনন্দকে পরিপূর্ণ করুন। ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব, ঈদ মানে পরস্পরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও একতা।

আপনাদের দোয়া করি—আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন, কর্মস্থলে সাফল্য দান করেন, প্রবাসের কষ্ট দূর করে আপনাদের জীবনকে সহজ করে দেন এবং আপনাদের পরিবার-পরিজনকে সুখে-শান্তিতে রাখেন।

ঈদের শুভেচ্ছা বার্তা: যেখানেই থাকুন না কেন, ঈদের আনন্দ আপনাদের ঘিরে থাকুক। আল্লাহ আপনাদের সব কষ্ট ও ত্যাগ কবুল করুন। আপনাদের প্রবাস জীবন নিরাপদ ও সুখময় হোক। শীঘ্রই আপনাদের প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ আসুক। ঈদ মোবারক!

আবারও, আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও দোয়া। মানবতার সেবায় আমরা সবসময় আপনাদের পাশে আছি।

“মানবতার সেবায়, রক্তদানে এগিয়ে আসুন”
আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন

🌙 ঈদ মোবারক! 🌙

শেয়ার করুন :