আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন-এর পক্ষ থেকে সকল মুসলমানকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন | APF Blood Donation


Riduwan Hossain - প্রিন্ট সংস্করণ - আপডেট - ২৯ মার্চ, ২০২৫ ১০:৩৮
আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন-এর পক্ষ থেকে সকল মুসলমানকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন | APF Blood Donation

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন-এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন!

আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাস সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির পর আমাদের মাঝে ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে একতার বন্ধনকে আরও দৃঢ় করা। এই বিশেষ দিনে আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।

রমজানের পবিত্র মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। আমরা এই এক মাস আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভের আশায় রোজা রেখেছি, নামাজ আদায় করেছি, দোয়া করেছি। অবশেষে আমাদের সেই সাধনার পর আসে ঈদ—যা আমাদের জন্য এক পরম আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু এই আনন্দ শুধু নিজেদের জন্য নয়, বরং সবার সঙ্গে ভাগ করে নেওয়ার দিন।

এই দিনে আমরা পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করি, আত্মীয়-স্বজনদের বাড়িতে যাই, বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটাই। তবে ঈদের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায়, যখন আমরা সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মুখেও হাসি ফোটাতে পারি। ঈদের খুশি কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে, অসহায়দের পাশে দাঁড়ানোই প্রকৃত ঈদের আনন্দ।

যারা প্রবাসে অবস্থান করছেন, তাদের জন্য এই দিনটি হয়তো একটু বেশি আবেগময়। পরিবার-পরিজন থেকে দূরে থাকা কখনোই সহজ নয়, বিশেষ করে ঈদের মতো আনন্দের দিনে। তবে মনে রাখতে হবে, আপনাদের ত্যাগ শুধু আপনাদের পরিবার নয়, পুরো দেশকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে আপনাদের অবদান অসীম, আপনাদের কঠোর পরিশ্রম আমাদের জন্য গর্বের। আমরা আপনাদের এই আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং দোয়া করি, আল্লাহ আপনাদের সুস্থ ও নিরাপদ রাখুন, আপনাদের শ্রম ও ত্যাগ কবুল করুন।

এই পবিত্র দিনে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের রমজানের সমস্ত ইবাদত কবুল করেন, আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন। আমাদের সবাইকে হিংসা, বিদ্বেষ ও বিভেদের ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকার তাওফিক দিন। পৃথিবীর যেখানেই মুসলমানরা কষ্টে আছে, আল্লাহ যেন তাদের কষ্ট দূর করে দেন এবং শান্তি ফিরিয়ে দেন।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, মানবতার সেবায় আরও বেশি এগিয়ে আসব, অসহায়দের পাশে দাঁড়াব, এবং আমাদের সমাজকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করব। আবারও, আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

🌙✨ ঈদ মোবারক! ✨🌙

শেয়ার করুন :