আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের নানা প্রান্তে এই দিনটি পালিত হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও তাদের ন্যায্য দাবি আদায়ের প্রতীক হিসেবে। এই বিশেষ দিনে আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন-এর পক্ষ থেকে দেশের সকল পরিশ্রমী, শ্রমজীবী মানুষদের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
আলো পোর ফাউন্ডেশন মনে করে, একটি দেশের প্রকৃত অগ্রগতি নির্ভর করে তার শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ওপর। যারা দিন-রাত শ্রম দিয়ে নির্মাণ করছেন জাতির ভবিষ্যৎ, তাদের অবদান অনস্বীকার্য। তাই এই দিবসে তাদের স্মরণ করাটা শুধু কর্তব্য নয়, দায়িত্বও বটে।
আন্তর্জাতিক শ্রমিক দিবসের পটভূমিঃ ১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছিলেন দৈনিক ৮ ঘণ্টা শ্রমের দাবিতে। ‘হে মার্কেট’ নামে পরিচিত সেই আন্দোলন পরিণত হয়েছিল এক রক্তক্ষয়ী সংগ্রামে। পুলিশের গুলিতে অনেক শ্রমিক নিহত হন এবং বহু শ্রমিক আহত ও গ্রেফতার হন। এই রক্তাক্ত ইতিহাসের ধারাবাহিকতায় পরবর্তীতে এই দিনটিকে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই শ্রমিক দিবস সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হয়। দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, সঠিক মজুরি এবং মর্যাদার দাবিকে সামনে আনে।
আলো পোর ফাউন্ডেশনের বার্তাঃ আলো পোর ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানানো হয়, “আমরা শ্রমিকদের শুধু একটি শ্রেণি নয়, বরং জাতির উন্নয়নের চালিকাশক্তি হিসেবে দেখি। তাই আজকের দিনে আমরা তাদের প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধা ও সম্মান। পাশাপাশি আমরা সকলকে আহ্বান জানাই, যেন আমরা সকল শ্রমজীবীর অধিকার রক্ষায় সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করি।”