বৃদ্ধাশ্রম ও এতিমখানায় ইফতার বিতরণ কর্মসূচি ২০২৪ | APF Blood Donation


Alo Poor Foundation & Blood Donation - প্রিন্ট সংস্করণ - আপডেট - ২৯ মার্চ, ২০২৪ ১১:৩৫
বৃদ্ধাশ্রম ও এতিমখানায় ইফতার বিতরণ কর্মসূচি ২০২৪ | APF Blood Donation

আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং সহযোগিতায় আমাদের সবার প্রিয় সংগঠন Alo Poor Foundation & Blood Donation এর উদ্যোগে প্রতিবছরের মতো এইবারও খুব সুন্দরভাবে আমাদের কার্যক্রম সীতাকুণ্ডের অসহায় বন্ধুদের ঠিকানা ফাউন্ডেশন’ বৃদ্ধাশ্রম ও এতিমখানার বাচ্চাদের মধ্যে ইফতার বিতরণ এর আয়োজন সম্পন্ন হয়েছে এবং পরবর্তীর জন্য তাদেরকে ২৫ কেজির একটা চালের বস্তা উপহার দেওয়া হয়ছে. বৃদ্ধাশ্রম ও এতিমখানায় ইফতার বিতরণ প্রোগ্রামের জন্য যারা সময় ও শ্রম দিয়েছেন এবং আর্থিক ভাবে সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো.

আপনারা সকলে পাশে ছিলেন বলেই এত অল্প সময়ের মধ্যেই Alo Poor Fundation পরিবারের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ইফতার বিতরণ ২০২৪ আজকের এই দিনটি আমাদের মাঝে এসেছে আর একইসাথে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের কাছেও, আল্লাহতালা আপনাদের মত প্রিয় স্বেচ্ছাসেবী ভাইদের সাথে কাজ করার সুযোগ আমাদের ফাউন্ডেশনের সদস্যদের দেওয়ার জন্য.

পরিশেষে এটাই বলবো Alo Poor Foundation & Blood Donation এর সকল সদস্যবৃন্দকে আমরা একটি পরিবারের মতো সবসময় আমাদের পাশে চাই. উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান পরিচালক- মোঃ রিদুয়ান হোছাইন, সভাপতি- মোঃ রবিউল ইসলঅম (সোহেল), মোহাম্মদ মুন্না, মোহাম্মদ রাইহান উদ্দীন সহ আরো অনেকে…..

শেয়ার করুন :