লক্ষ্য ও উদ্দেশ্যঃ থ্যালাসেমিয়া রোগিদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর রক্ত গ্রহণ করতে হয়. কারো প্রতিমাসে, অনেকের প্রায় দুই মাস তিন মাস পরপর রক্তের প্রয়োজন হয়. এতে তাদের সবসময়ই পরবর্তী রক্তদাতার খোঁজে দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হয়. আর্থিক ও মানসিক চাপ পরিবারের সদস্যদেরও অকৃত্রিম হাসি বিলীন করে দেয়. আমরা ‘আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন’ এর মাধ্যমে তাদের তথ্যগুলো সংগ্রহ করতে চাই এবং প্রতিটি রোগিকে কিছু নির্দিষ্ট সংখ্যক আগ্রহী ব্লাড ডোনার দিয়ে যতোদূর সম্ভব চিন্তামুক্ত রাখার সামান্য উদ্যোগ গ্রহণ করেছি.
সরকার এই রোগিদের বিভিন্নভাবে সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে. এছাড়াও বাংলাদেশ সরকার ২০২৮ সালের মধ্যে নতুন করে থ্যালাসেমিয়া আক্রান্তের প্রতিরোধে কাজ করে যাচ্ছে. আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন সহ বিভিন্ন রক্তদানের সংগঠন থ্যালাসেমিয়া রোধে করণীয় এবং সচেতনতামূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে অনলাইনে এবং অফলাইনে অনবরত প্রচার করে যাচ্ছে. রক্ত বিষয়ক, থ্যালাসেমিয়া নিয়ে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে স্বেচ্ছাসেবীদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন.
এই থ্যালাসেমিয়া রোগিদের সমৃদ্ধ তথ্যভান্ডার দিয়ে আমরা আমাদের রাষ্ট্রকে তথা বাংলাদেশকে সহযোগিতা করতে চাই. কেননা আমরাই বাংলাদেশ. ক্যাম্পেইনটি সফল করতে আপনাদের সকলের সহযোগিতা নিরন্তর কাম্য.
আপনি যদি ইতিপূর্বে https://alopoorfoundation.xyz এ ডোনার হিসেবে রেজিস্ট্রেশন করে থাকেন তবে থ্যালাসেমিয়া ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন ফরমে “হ্যাঁ” চিহ্ন ক্লিক করে পূরণ করুন. যদি আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনে আপনি নতুন ডোনার হয়ে থাকেন, তবে “না” ক্লিক দিয়ে ফরম পূরণ ও রেজিস্ট্রেশন করুন. (ফরম দেখলেই বুঝতে পারবেন)
প্রতিবার রক্তদানের পর মেনু থেকে লগইন করে তারিখ আপডেট করতে ভুলবেন না.
পুরাতন কেউ পাসওয়ার্ড ভুলে গেলে যোগাযোগ করুন. পাশাপাশি আর কোন তথ্য জানার থাকলে কিংবা আমাদের জন্য পরামর্শ থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন.
✆ 01857328032
আলোকিত জীবনের প্রত্যয় এগিয়ে যাবো রক্তদানে…
আমাদের ফেসবুক পাবলিক গ্রুপঃ
“Alo Poor Foundation and Blood Donation”