মানবতার ডাক
লেখকঃ কাজী জিহাদুল ইসলাম
আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জীব।
আমার চোখে সবাই সমান।
তাই তো আমি রাস্তা পাশে পরে থাকা মানুষদের ভালোবাসি।
সবার দুঃখে দুখিনী আমি।
আমি শুনতে পাই হাজারো মানুষের কান্না।
তাই তো আমি মানবতার নেশায় ছুটে চলি তাদের পাশে।
তাই বলে অনেকে আমাকে পাগল বলে।
আমি ছুটে চলি মুমূর্ষু রোগীকে রক্ত দিতে।
আমি ছুটে চলি হাসপাতালে বেটে পরে থাকা রোগী পাশে।
আমি ছুটে চলি শীতে রাস্তা পাশে পরে থাকা মানুষের পাশে।
তাই বলে অনেকে আমাকে পাগল বলে।