কাজী জিহাদুল ইসলামের মানবতার ডাক | APF Blood Donation


Alo Poor Foundation & Blood Donation - প্রিন্ট সংস্করণ - আপডেট - ২৯ জানুয়ারি, ২০২৪ ১:৪৯
কাজী জিহাদুল ইসলামের মানবতার ডাক | APF Blood Donation

মানবতার ডাক
লেখকঃ কাজী জিহাদুল ইসলাম

আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জীব।
আমার চোখে সবাই সমান।
তাই তো আমি রাস্তা পাশে পরে থাকা মানুষদের ভালোবাসি।

সবার দুঃখে দুখিনী আমি।
আমি শুনতে পাই হাজারো মানুষের কান্না।
তাই তো আমি মানবতার নেশায় ছুটে চলি তাদের পাশে।
তাই বলে অনেকে আমাকে পাগল বলে।

আমি ছুটে চলি মুমূর্ষু রোগীকে রক্ত দিতে।
আমি ছুটে চলি হাসপাতালে বেটে পরে থাকা রোগী পাশে।
আমি ছুটে চলি শীতে রাস্তা পাশে পরে থাকা মানুষের পাশে।
তাই বলে অনেকে আমাকে পাগল বলে।

শেয়ার করুন :