আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের পক্ষ থেকে বই বিতরণ উৎসব করা হয়েছে। APF Blood Donation
Alo Poor Foundation & Blood Donation-
প্রিন্ট সংস্করণ -
আপডেট -
১৬ জানুয়ারি, ২০২৪ ৮:৩২
আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের পক্ষ থেকে বই বিতরণ উৎসব করা হয়েছে।
আলহামদুলিল্লাহ. আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং সহযোগিতায় “আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন” এর পক্ষ থেকে বাঁশখালীর “শাহ মজিদিয়া (রহঃ) ইসলামি ইবতেদায়ী মাদ্রাসা”র ছাত্র-ছাত্রীদের জন্য নূরানী শিক্ষার বই বিতরণ উৎসব করা হয়েছে.
উক্ত অনুষ্ঠানে যারা শারিরীক, মানসিক, আর্থিক সহযোগিতা দিয়ে সাহায্য করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর বাকি শুভাকাঙ্ক্ষীদের জন্য শুভকামনা.