Alo Poor Foundation & Blood Donation-
প্রিন্ট সংস্করণ -
আপডেট -
১৬ জানুয়ারি, ২০২৪ ৮:১৮
চট্টগ্রামে অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন “আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন” এর ২০২৪-২০২৫ ইং সালের কমিটি ঘোষণাঃ
চট্টগ্রামে সামাজিক সংগঠন “আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন” এর কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ ইং সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় সংগঠনের প্রধান পরিচালক মোঃ রিদুয়ান হোছাইন এবং সহকারী পরিচালক কাজী জিহাদুল ইসলাম এর তত্ত্বাবধানে নতুন কমিটি ঘোষণা করা হয়।
দ্বিতীয় বারের মতো মোঃ রবিউল ইসলাম (সভাপতি) ও রায়হান উদ্দীন রিমন (সহ-সভাপতি) এবং ১ম বারের মতো মোঃ ইউসুফ (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত করে ২০ জন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদকঃ মোঃ নাঈম উদ্দিন, অর্থ সম্পাদকঃ সাখাওয়াত হোসাইন সাব্বির, রক্তদান বিষয়ক সম্পাদকঃ রবিউল হোসেন, প্রচার সম্পাদকঃ উসমান গনি মুন্না, দপ্তর সম্পাদকঃ এইচ এম জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক, সাবরিনা ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদকঃ ফরহাদ লোকমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকঃ মোহাম্মদ সবুজ, প্রবাসী কল্যাণ সম্পাদকঃ মোহাম্মদ উসমান গনি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ মোঃ মাসুম মিয়া
কার্যকরী সদস্য —
জাহেদুল ইসলাম, মোঃ রাইহান উদ্দিন, মোঃ রবিউল হোসাইন, মোহাম্মদ আবরারুল হক, শাহাজাহান সিকদার, মোহাম্মদ সাজ্জাদ
সংগঠনের সহকারী পরিচালক কাজী জিহাদুল বলেন, আমরা সব সময় জরুরি মুহূর্তে রক্ত ব্যবস্থা করে দেওয়া চেষ্টা করি। ‘সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এছাড়াও তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।’
সংগঠনটি আর্থিক অভাবের কারণে ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব সহ কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে যাচ্ছে। সম্মিলিত সাহায্য দানে সংগঠনটি এগিয়ে যাবে মানব কল্যাণে এমন আশাব্যক্ত করেন সংগঠনটির নতুন দায়িত্বশীলরা।