Alo Poor Foundation & Blood Donation-
প্রিন্ট সংস্করণ -
আপডেট -
৬ অক্টোবর, ২০২৩ ৭:০০
চট্টগ্রামের সাতকানিয়ায় সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৮ আগস্ট রোজ জুমাবার সাতকানিয়া কাঞ্চনা কমিউনিটি সেন্টার হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির পরিচালক কাজী জিহাদুল ইসলাম সভাপতিত্বে ও আতিকুল ইসলাম আতিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী। এতে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম।আলোচনা সভা, অতিথি সম্মাননা, সদস্য সম্মাননা ও চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা সনদ প্রদান মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রিদুয়ান হোছাইন, কাজী জিহাদুল ইসলাম, মোহাম্মদ রবিউল, মোঃ রায়হান উদ্দীন রিমন, আরিফুল ইসলাম আবিদ, মোহাম্মদ সাজাদ, মিনহাজ ইসলাম, ইফতাকুল আলম শাওন, মোঃ আশরাফ, মহিউদ্দিন ইসলাম, আবদুল্লাহ আল জুনায়েদ প্রমুখ…